
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আর এম হাসপাতালের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক ও (বাগেরহাট-৪) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী উপজেলা আমির মাওলানা মো. শাহদাৎ হোসাইন, পৌর আমির মো. রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন জামায়াত সভাপতি মুহিব্বুল্লাহ রফিক, ফোরকান ইসলামিয়া পাঠাগারের পরিচালক মো. শামছুল হক খান।
বক্তারা বলেন, “পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থায় শ্রমিকরা বছরের পর বছর তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি।” তাঁরা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।