মোকলেছার রহমান কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম (৪২) নামে এক লম্পটের বিরুদ্ধে। সে দলগ্রাম মাস্টারপাড়া এলাকার আতোয়ার রহমানের ছেলে।
গতকাল ৩০ এপ্রিল ঘটনাটি ঘটেছে উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম মাস্টার পাড়া গ্রামে।
এ ঘটনার আজ ( বৃহস্পতিবার ০১ মে) বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে। মামলার পর আসামী মনিরুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পরিবারের সদস্যরা বাড়ির পাশে হাঁস তাড়াতে গেলে সুযোগ বুঝে একই এলাকার মনিরুল ইসলাম ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় বাড়ির লোকজন বাড়ীতে প্রবেশের সময় বুঝতে পেরে ঘটনাস্থল হইতে মনিরুল পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে।অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।