ঢাকা, বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মারা গেছেন সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী
নৌপথে মানবিক সেবায় কোস্ট গার্ড: অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা
মে দিবসের কর্মসূচিতে শ্রমিক দল নেতা হৃদয়ের বর্ণাঢ্য অংশগ্রহণ
নোয়াখালীতে মে দিবসে শ্রমিক দলের শোভাযাত্রা ও আলোচনা সভা
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা:স্ত্রীসহ ছয়জনকে গ্রেফতার
প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত:লিয়াকত সিকদারের ক্যাশিয়ার আনছার আলী গ্রেফতার
মোরেলগঞ্জে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদলের বর্ণাঢ্য ‌র‍্যালী ও আলোচনা সভা
আন্তর্জাতিক শ্রমিক দিবসে মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ
ফুলবাড়ীতে স্বতঃস্ফূর্তভাবে মহান মে দিবস উদযাপন
সলঙ্গায় শ্রমিক সংগঠনের মহান মে দিবস পালিত
মধুপুরে ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্সের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
সারাদেশে পুলিশের অভিযান:২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ১১৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানো নিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত
কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ,থানায় মামলা

পাঁচবিবিতে আবাদি জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ড এলাকায় আমেরিকা প্রবাসী সাহাদৎ হোসেনের মালিকানাধীন আবাদি জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী জমির মালিক রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে ঐ গ্রামের মৃত ছাত্তারের পুত্র ইছাহাকের নেতৃত্বে ২০/২৫ জনের একদল ভাড়াটে সন্ত্রাসীরা দেশিয় অস্ত্রে সজ্জিত নির্মাণকৃত ঘরের ইটের প্রাচীর ভেঙে তছনছ করেন এবং রাস্তা নির্মাণ করতে না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। এছাড়াও তার মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ বন্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ একাধিক দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।আজ বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গেলে ভুক্তভোগী আমেরিকা প্রবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার দেবখন্ড মৌজার আর এস ৫৫৪ নং খতিয়ানের ৮৩৬ নং হাল দাগে ১৫০ শতক জমি রয়েছে। সাহাদৎ হোসেনের প্রবাসে থাকার সুযোগে উক্ত জমির পার্শ্বে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈঘ্যের সেতু-কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান লিনা ইন্টারপ্রাইজ একটি কালভার্ট নির্মাণ করছে এবং এই কালভার্টের সুবাদে সাহাদৎ হোসেনের জমির মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের ষড়যন্ত্র করছে। বিষয়টি জানতে পাওয়ার পর সাহাদৎ হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানালে তারা কালভকর্ট নির্মাণ কাজ স্থগিত করেন।পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী, সরকারী কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনায় বসলে সেখানে সাহাদৎ হোসেন তার জমির উপর দিয়ে ৫ ফিটের একটি রাস্তা দিতে সম্মত হোন। কিন্তুু তারা তাতে রাজী না হয়ে দেবখন্ড গ্রামের লোকজন ও তাদের ভাড়াটে সন্ত্রাসী দ্বারা একজোট হয়ে তার নির্মাণকৃত ইটের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং তার জমির মধ্যদিয়ে ৭ ফিট প্রশস্থের রাস্তা জোড় পূর্বক নির্মাণের পায়তারা করছে। এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য মেহের আলী জানান, আমরা কোন নিয়ম বুঝি না,যে কোন মূল্যই হোক আমরা এই গ্রামের রাস্তা নির্মাণ করব। এ বিষয়ে জমির মালিক শাহাদত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী ৩ ফিট রাস্তার জায়গা ছাড়ার নিয়ম থাকলেও আমি ৫ ফিট জায়গা ছেড়ে দিতে চেয়েছি কিন্তু তবুও তারা মানছে না। আমি এর সুষ্ঠু বিচার চাই?

শেয়ার করুনঃ