মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। শ্রমিক দিবস সহ সরকারী ৩ দিনের ছুটি উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া উপস্থিতি হয়েছে। পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকরা সৈকতে হইহুল্লোরে মেতেছেন। অনেকে দলবেঁধে নোনা জলে গাঁ ভাসিয়ে উচ্ছাসে মেতেছেন। অনেকে আবার ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরবাইকে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের তৎপরতা রয়েছে। খুলনা থেকে আসা পর্যটক দম্পতি ফারজানা-সোহেল জানান, টানা তিনদিন ছুটি থাকায় মেয়ের বায়না। তাই কুয়াকাটা ঘুরতে এসেছি। বুধবার রাতেই এসেছি। সকাল থেকে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেছি।
মেয়েটা অনেক আনন্দ পেয়েছে। তিনি আরও জানান, রাস্তা-ঘাট আগের থেকে অনেক ভালো হয়েছে। কিন্তু সৈকতের সৌন্দর্য আগের থেকে অনেক নাজুক। সেইসাথে খাবার হোটেলের খাবারের মান এবং দাম নিয়ে অস্বস্তি রয়েছে। ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কুয়াকাটা(টোয়াক) প্রেসিডেন্ট ও ইলিশ পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, টানা ৩দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে উল্লেখযোগ্য পর্যটকের আগমন হয়েছে।বেশিরভাগ হোটেল-মোটেলগুলো আগেথেকেই বুকিং হয়ে গেছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা সৈকতসহ পর্যটন স্পটগুলোতে ট্যুরিষ্ট পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও নৌ-পুলিশ এবং মহিপুর থানা পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।