দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের আটুল দক্ষিণপাড়া গ্রামে কৃষক হাসানুর রশিদ হাসানের বাড়িতে আকর্ষিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ।
আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব তারেক রহমানের নির্দেশে কিছু আর্থিক সাহায্য কৃষক হাসানুর রশিদের স্ত্রী মর্জিনা বেগমের হাতে তুলে দেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসান মন্ডল হেলাল,যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি প্রমুখ।উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে কৃষক হাসানুর রশিদের বাড়িতে আকস্মিক অগ্নি কাণ্ডে তার ২টি ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।