
নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে রায়পুর উপজেলা প্রশাসন বাংলাদেশ জামাত ইসলামি রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিশাল এক রেলি রায়পুর পৌর প্রধান সড়ক পদক্ষেপ করেন। এবং বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ দিকে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান, রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন শিশুশ্রম নিষিদ্ধ সহ শ্রমিকদের কল্যাণে সরকারের বিশেষ ভূমিকা থাকা প্রয়োজন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরের শ্রমিক নির্যাতনের ঘটনায় ৪৯১ জন শ্রমিক নিহত ও এক হাজার ৩৩৪ জন শ্রমিক আহত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে বুধবার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
গত তিন বছরে ৩০ জন গৃহকর্মী মালিকের নির্যাতনে নিহত হয়। এসব নির্যাতন বন্ধে সরকারিভাবে এবং সামাজিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ ও গণসচেতনতা গড়ে তুলতে হবে।শ্রমিকের শ্রমের মর্যাদা দিয়ে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে।