যশোরের ঝিকরগাছায় ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে রাজু হোসেন (৫৫) নামে এক বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) গভীর রাতে উপজেলার কাউরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রাজু হোসেন ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের শেখ আবুল কাশেমের ছেলে।
ধর্ষণের পর ভুক্তভোগী ভাড়াটিয়া নারীকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন অভিযুক্ত বাড়িওয়ালা। রাতে স্বামী বাড়ি ফিরলে স্ত্রী তাকে বিষয়টি জানান। পরে তারা ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে রাজু হোসেনকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, রাজু হোসেনের বাড়িতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা দম্পতি ভাড়া থাকতেন। বুধবার বিকেলে ঐ নারীর স্বামী বাড়ি না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু হোসেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।