নূরুল আমিন ভূইয়া নিজস্ব প্রতিবেদক:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার নং ৮৬/২৮১। তারিখ: ২৫/০৪/২০২৫ইং।
মামলা সূত্রে জানা যায় ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষার্থী আবদুর রহিম অভি ছুটিতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ নিজ বাসায় আসেন।কিছুদিন আগে তার প্রতিবেশী রাশেদ আহমেদ পাভেলের ছেলে শামীম আহমেদ রাতুল টাকা এবং মোবাইল চুরি করতে গিয়ে জনগণের হাতে আটক হয়।
বিষয়টি অভিকে রাতুলের চাচা অন্তর ঢাকা থেকে ফোন করে জানালে সে রাতুলকে চড় থাপ্পড় দিয়ে জনগণের হাত থেকে ছাড়িয়ে আনে।এ ঘটনায় রাতুলের বাবা রাশেদ আহমেদ পাভেল ক্ষিপ্ত হয়ে ২৩ এপ্রিল বুধবার রাতে অভিকে টর্চ লাইট দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে অভির মাথায় বেশ কয়েকটি স্থানে ফেটে যায়। অভিকে বাঁচাতে গেলে তার পিতাও মারধরের শিকার হয়ে আহত হন।
অভিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় যাহার ভর্তি রেজিঃ নং ৩৬৬১/২০ তাং ২৩/০৪/২৫ইং।লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে মামলার বাদী ছৈয়দ আহমেদ বলেন, অহেতুক আমার ছেলেটিকে সন্ত্রাসী কায়দায় মারধর করে পাভেল ও তার ছেলে রাতুল। আমরা প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত পাভেলের বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মামলার আইও এ এস আই সালাহ্ উদ্দীন শামীম জানান আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।