
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে বৃদ্ধা মা ও ভাইদের উপর হামলার অভিযোগ এক সত্তর্রোধ বৃদ্ধা
নারীর। শনিবার বিকেল ৪ টায় মোসাঃ সর্মেতবান নামের এক বৃদ্ধা নারী দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ তুলে ধরেন।
ওই বৃদ্ধা মহিলার বাড়ি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের
ঝাটরা গ্রামে। তিনি মৃত. আব্দুল বারেক সিকদারের স্ত্রী। আর কোন উপায়ন্তর না পেয়ে পটুয়াখালী র্কোটে ২৯
নভেম্বর মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে। কিন্তু সে প্রকাশ্যে ঘোরাফেরা করছে
এবং আমি, আমার ৪ ছেলে এবং মামলার স্বাক্ষীগণকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে। মাকে ছেলে, ছেলের বউ এবং নাতী মারধর র্নিযাতন করলে মা সর্মেতবানের মামলায় আজ ৪ ডিসেম্বর পটুয়াখালী র্কোটে হাজির হলে বড় ছেলে সেলিম সিকদারকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরনের র্নিদেশ দেয়।