
পটুয়াখালী জেলা প্রতিনিধি: নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন- সুন্নাহ বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবীতে পটুয়াখালীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, জেলা ইমাম পরিষদ, পটুয়াখালী’র আয়োজনে ৩০ এপ্রিল বুধবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সময় জেলা ইমাম পরিষদ, পটুয়াখালী’র সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদের বক্তব্য রাখেন। এ সময় জেলা ইমাম পরিষদ, পটুয়াখালী’র সভাপতি মাওলানা আবু সাঈদ, সহ সভাপতি-আবু বকর সিদ্দিক, সদস্য- শাহ আলম,শহীদুল ইসলাম,মুহাঃ মোখলেসুর রহমান,মুফতি কাওসার আহমদ, মুহা তানভীরুল ইসলাম, শামীম আহমেদ ও মুত্তাসির বিল্লাহ জুনাইদ সহ জেলা ইমাম পরিষদ, পটুয়াখালী’র অন্যান্য নেতৃবৃন্দ এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এ সংবাদ এর সাথে যুক্ত ছবি টি সংগৃহীত।