
দবিরুল ইসলাম পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি:পাঁচবিবিতে পারিবারিক দণ্ড কলয়ের জের ধরে আপন ভাগ্নের মানসিক নির্যাতন সইতে না পেরে বীর মুক্তিযোদ্ধার সন্তান বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছ ৩০ এপ্রিল বুধবার দুপুরের পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামে।
গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বীরমুক্তিযোদ্ধা মৃত শাহার আলী কবিরাজের পুত্র বুলুমিয়া প্রতিবেশি আপন ভাগ্নের দেয়া মানষিক আঘাতে অভিমান বশত ঘরে রক্ষিত কীটনাশক পান করে কোদাল হাতে সরকারী কবরস্থানে গিয়ে নিজেই নিজের কবর খুড়ে শেষ মুহুর্তে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানিয় লোকজন উদ্ধার করে হিলি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থা আশঙ্কাজনক। ৪৮ ঘণ্টার অবজারভেশনে রয়েছে।আরো জানা যায়,বুলুমিয়া তার নিজস্ব জমিতে সীমানা প্রাচীর নির্মান করতে গেলে পাশের বাড়ীর মালিক বুলু মিয়ার আপন ভাগ্নে সাবেক বিজিবি সদস্য মিজানুর রহমান লুটু তার দুই ছেলেকে নিয়ে নির্মান কাজে বাধা দেয় এবং দেশিয় অস্ত্র নিয়ে ভয়ভিতি প্রদর্শন করে ।একসময় বুলুমিয়ার বেড়ার ঘর ও নিরাপত্তা বেষ্টুনি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে প্রাননাশের হুমকি দেন। বিষয়টি স্থানিয় চেয়ারম্যান,মেম্বার বারবার সমাধান করে দিলেও মিজানুর রহমান লুটু কাউকে তোয়াক্কা না করে গন্ডগোলের পথ বেছে নেয়। বুলুমিয়া এখন জীবন মৃর্ত্যুর সন্ধিক্ষনে, গ্রামবাসী ও পরিবার এর সঠিক বিহিত ব্যাবস্থা কামনা করছে।