
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ রিয়াদ প্যাদা (৩০) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় সংগীয় সোহাগ খান (৩২) নামে একজন পালিয়ে যায়। বুধবার রাত সাড়ে দশটায় ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের লতিফ হাওলাদারের বাড়ীর সামনে থেকে রিয়াদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পারে রিয়াদ কিছুদিন ধরে এই ব্যাবসা চালিয়ে যাচ্ছে। পরে একজন সোর্সকে বোরখা পরিয়ে ক্রেতা সাজিয়ে ইয়াবা ব্যাবসায়ী রিয়াদের বাড়িতে যায় কলাপাড়া থানার এস.আই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।এসময় আসামির টর্চ লাইটের আঘাতে একজন সোর্সের মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ জানান, রিয়াদ ধানখালীর নজির প্যাদা এবং সোহাগ বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের ধলু খানের পুত্র।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত রিয়াদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পলাতক সোহাগ খানকে গ্রেপ্তারে জোর প্রচেস্টা চলছে।