
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়নের বিশারিঘাটা বাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। আজ ৩০এপ্রিল বুধবার বিকেলে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণী সভায় সঞ্চালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল জোমাদ্দার ও ফকির রাসেল আল ইসলাম, বিএনপির নেতা মতিউর রহমান বাচ্চু নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ,মহিলা দলের নেত্রী ধ অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুল, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মোহাম্মদ মশিউর রহমান শফিক,যুবদল নেতা মোহাম্মদ আলী আজিম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা আসন্ন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী হিসেবে শহিদুল হক বাবুলকে সমর্থন দিয়ে বলেন, “দলকে সুসংগঠিত করতে বাবুল একজন উপযুক্ত দলের দুর্দিনের নেত।”পথসভা শেষে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ৩১ দফা প্রচার ও নির্বাচনের দাবিতে জনগণের দৃষ্টি আকর্ষণে করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।