
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক মো.শাহীন হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বিকালে রাজধানীর উত্তরা থেকে ডিবির উত্তরা বিভাগের সদস্যরা তাকে গ্রেফতার করে। এদিন রাতে ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুষ্কৃতির সাথে জড়িতের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীনকে উত্তরা গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গ্রেফতার শাহীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে