
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় একাধিকবার ভেঙে দেয়া অবৈধ ইটভাটার প্রায় সাডে় চার লাখ টাকার বকেয়া বিদ্যু বিল আদায়ে লাল নোটিশ দিয়েছে পল্লী বিদ্যুতায়ন র্বোড। পটুয়াখালী পল্লী বিদ্যু সমিতির বাউফল আঞ্চলিক র্কাযালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারের পক্ষে পল্লী বিদ্যু র্বোড আদালতের এডভোকেট আফজাল হোসেন উপজেলার জোয়ার গরবদির চর মৌজার লোহালিয়া নদীর র্পূবপাডে় খাস জমিতে গডে় ওঠা মের্সাস হাওলাদার ব্রিক্সস ফিল্ডের বকেয়া ৪ লাখ ৫৬ হাজার ৪শ’ ২৪ টাকা বিদ্যুত বিল পরিশোধে লাল নোটিশ প্রদান করেছেন। সূত্রে জানা যায়, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ৭/৮ বছর র্পূবে চরের খাস জমিতে দুমকী উপজেলার জোয়ারারদি মৌজায় লোহালিয়া নদীর তীরে মের্সাস হাওলাদার ব্রিক্সস নামের ওই ইটভাটাটি তৈরী করেন এবং বিধি বর্হিভূত ভাবে বাউফল এরিয়া অফিস থেকে বিদ্যু সংযোগ নিয়ে বিল পরিশোধ না করেই অবৈধ ইটভাটার ব্যবসা চালাচ্ছে র্দীঘ দিন। ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় ইতোর্পূবে দুমকী উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দু’দফায় তা ভেঙ্গে দিলেও রহস্যজনক ভাবে কয়েকদিন পরই আবারও চালু করা হয়। এতে ৪ লাখ ৫৬হাজার ৪শ’ ২৪টাকা বিদ্যু বকেয়া রয়েছে। বকেয়া
বিদ্যু বিল পরিশোধে বার বার তাগিদ দেয়া সত্ত্বেও পরিশোধ না করায় গত বছরের ৫ মে সংযোগ বিচ্ছিন্ন করে। এ বছরের ১৫ নভেম্বর চূড়ান্ত লাল নোটিশ প্রদান করে নোটিশ প্রাপ্তির পরেও বকেয়া টাকা পরিশোধ করা না হলে র্আথিক ক্ষতিসহ আদালতে মামলা রুজুর কথাও উল্লেখ রয়েছে ওই নোটিশে। বগা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ইউনিটের সভাপতি মালেক মৃধা বলেন, শুধু ইট ভাটাই নয় মোতালেব হাওলাদার ইটভাটার র্পাশ্বর্বতী তাঁর কবলাকৃত সম্পত্তি জবর দখল করে ভোগ দখল করছেন। প্রভাবশালী হওয়ায় বিভিন্ন জায়গায় লিখিত দিয়েও কোন লাভ হয়নি।