ঢাকা, বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পুলিশ সপ্তাহ: বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
জয়পুরহাটে কিল্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
কলাপাড়ায় ইয়াবা সহ গ্রেপ্তার-১
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রা ও ইসিজি পরীক্ষা সেবা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে,নিষ্ক্রিয় করল সিটিটিসি
নওগাঁয় দুদকের অভিযানে রাস্তার কাজে মিললো অসংগতি:-অস্বীকার করলেন প্রকৌশলী
নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত হত্যাকান্ড:-প্রতিবাদে মানববন্ধন
চড়িয়া মধ্যপাড়া মাদ্রাসায় শতভাগ পাশসহ ৭ জন বোর্ড পেয়েছে
সীমান্তে বিজিবির অভিযান জোরদার ২০বার্মিজ গরুসহ সুপারী জব্দ
তানোরে জামায়াতের গনসংযোগ ও লিফলেট বিতরণ
মোরেলগঞ্জে কাজী শিপনের পথসভায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি
কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি:-নগদ টাকাসহ স্বর্নালংকার লুট
আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সসহ তিন স্থাপনার নাম পরিবর্তন করছে ডিএনসিসি
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
চাঁদপুর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কোস্ট গার্ডের

বেড়িবাঁধের যানজট নিরসনে নতুন উদ্যোগ, যেভাবে যাবেন গন্তব্যে

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক ও বেড়িবাঁধ এলাকায় যানজটের কারণে নাকাল স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। দিন রাত বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় তীব্র যানজট লেগে থাকায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকত। এবার যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) বিভাগ।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন,প্রতিদিন সকাল-বিকাল মোহাম্মদপুরের বছিলা সড়ক ও বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় যানজট দেখা যাচ্ছে। যানজট নিরসনকল্পে আগামী শনিবার থেকে বছিলা ইন্টারসেকশন এলাকায় ইউটার্ন ও ডাইভারসনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এক্ষেত্রে ঐ এলাকা দিয়ে যানবাহনকে চলাচলের জন্য নির্দেশনা মেনে চলতে হবে।

ডিসি মিডিয়া জানান, গাবতলী থেকে সদরঘাটগামী যানবাহনকে বছিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ূরভিলার সামনে থেকে ইউটার্ন করতে হবে, এরপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে। আবার গাবতলী থেকে বছিলা ব্রিজগামী যানবাহনকে তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, এরপর সোজা বছিলা ব্রিজের দিকে যেতে হবে।

এছাড়া সদরঘাট থেকে গাবতলীগামী যানবাহনকে বছিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে হতে বামে মোড় নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, এরপর বামে ঘুরে গাবতলীর দিকে যেতে হবে। আবার সদরঘাট থেকে বছিলা হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী যানবাহনকে বছিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বামে টার্ন নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, এরপর সোজা পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এর দিকে যেতে হবে।

অপরদিকে আসাদ গেটের দিক থেকে গাবতলীমুখী যানবাহনসমূহকে বছিলা ক্রসিং সোজা অতিক্রম করে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন নিয়ে গাবতলীর দিকে যেতে হবে। আবার বছিলা ব্রিজ থেকে আগত সদরঘাটমুখী যানবাহনসমূহকে বছিলা ক্রসিং সোজা অতিক্রম করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে।

এছাড়া মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজমুখী যানবাহনকে কোন ধরণের বাঁধাপ্রাপ্ত না হয়ে পশ্চিমদিকে সোজা পথে যেতে হবে। একইভাবে বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী পূর্বমুখী যানবাহনসমূহকে কোন ধরণের বাঁধাপ্রাপ্ত না হয়ে সোজা পথে যেতে হবে।

বছিলা ইন্টারসেকশন এলাকার যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে বলে জানান এ কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ