জয়পুরহাট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৪ এ চমকপ্রদ সাফল্য অর্জন করেছে জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুল।প্রতিষ্ঠানজুড়ে বইছে আনন্দের বন্যা।
জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুল থেকে নার্সারি শ্রেণির ২ জন শিক্ষার্থী মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। এছাড়াও আরও ৪ জন শিক্ষার্থী ১ম ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
মোট ৬ জনের এই অসাধারণ অর্জনে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা প্রকাশ করেন। তিনি বলেন,এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো এলাকার জন্য গর্বের। শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সহপাঠীরা। তাঁরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীর পথচলায় সাহস ও প্রেরণা জোগান। শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে।
পরিচালক আরও জানান, এই সাফল্য আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুল ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।