দুষ্কৃতির সাথে জড়িত থাকায় উত্তরা পশ্চিম থানার স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান পলাশ(৪০)’কে গ্ৰেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগের গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে।
বুধবার (৩০এপ্রিল) ডিবি উত্তরা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, উত্তরা পশ্চিম থানা এলাকার স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান পলাশ’কে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি চৌকস দল গতকাল (২৯ এপ্রিল) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে উত্তরা এলাকা থেকে গ্ৰেফতার করেছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে