
রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (৩০এপ্রিল) উত্তরা জোনের এসি সাদ্দাম হুসাইন বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার (২৯এপ্রিল) রাতব্যপী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাদ্দাম হুসাইন বলেন, আমরা সারা রাত অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছি। তবে এই মুহুর্তে গ্রেফতারকৃতদের নাম পরিচয় বলতে পারছি না বলেও জানান তিনি।
মোট কত জনের নামে মামলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অঞ্জাতনামা ৫০-৬০ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে থেকে এই ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়ে আমরা ৫ জনকে গ্রেফতার করেছি।
আমরা গ্রেফতারকৃতদের দ্রুত আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছি থানায়। এতো সময় তাদের আদালত প্রেরণ হয়ে গেছে।
এদিকে গতকাল, টঙ্গী-গাজীপুর রুটের চলাচল করা ‘ক্ষণিকা’ পরিবহন বাসে হামলার ঘটনায় এদিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
এর আগে এদিন মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন নেন ।
ডিআই/এসকে