চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৪৮ জনকে আটক নৌ পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল ) পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) ও অতিরিক্ত দায়িত্ব (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন এসব তথ্য জানান।
তিনি বলেন,গত ৬ দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ২৪৮ জন।
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৬ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২,৭৪,৬২,৬১৫ (২ কোটি ৭৪ লক্ষ ৬২ হাজার ৬১৫) মিটার অবৈধ জাল, ৫,৮৭১ ( পাঁচ হাজার আটশত একাত্তর ) কেজি মাছ, ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার ) পিস চিংড়ী রেনু পোনা, ১,১০০ (এক হাজার একশত) কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৩ ( একশত তেতাল্লিশ )টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৬ (ছিয়ানব্বই)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
গত এই অভিযানে ২৪৮ জন আসামী গ্রেফতার করা হয় এবং ১৭টি মৎস্য, ২০টি বেপরোয়া, ১টি চুরি, ১টি বালুমহাল, ১টি সরকারি কাজে বাধা, ১টি অন্যান্য, ৬(ছয়)টি অপমৃত্যু এবং ২টি হত্যা মামলাসহ মোট ৪৯ (ঊনপঞ্চাশ)টি মামলা দায়ের করা হয় এবং ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
ডিআই/এসকে