ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ফুলবাড়ীতে বেতদিঘী ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ সভা
কুষ্টিয়ায় মাদক-জুয়া আশক্ত সন্তান কর্তৃক পিতা মাতার উপর হামলা : সন্তান গ্রেফতার
মিয়ানমারের আরকান আর্মির বন্দিদশা থেকে পালিয়ে ২০ দিন পর দেশে ফিরলেন মুফিজ
খিলগাঁও নির্মাণাধীন ভবনে আগুন
আমতলীতে পিতার বাড়ীতে বেড়াতে এসে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু
আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখছে কৃষক
নবীনগরে অটোরিকশার ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত
নাইক্ষ্যংছড়িতে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের দায়ে আটক-১
শিক্ষার্থীদের সভা, সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ সরকারের
নড়াইলে কমিউনিটি স্কোর কার্ডের ব্যবহার এবং ইয়ুথ এ্যডভোকেটদের অভিমুখীকরণ
তানোরে আইন শৃঙ্খলা কমিটিসহ কয়েকটি কমিটির সভা
নবীনগরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১
নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক
আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করবো :ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মিয়ানমারের আরকান আর্মির বন্দিদশা থেকে পালিয়ে ২০ দিন পর দেশে ফিরলেন মুফিজ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ধরে নেওয়া ফুলতলী গ্রামের মুফিজুর রহমান ২০ দিন পর মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির বন্দিদশা থেকে পালিয় অবশেষে দেশে ফিরলেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সে ৪৬ নম্বর সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় সূত্রে জানা যায় গত ১০ এপ্রিল সীমান্ত এলাকায় নিজের বাগানে কাঠ কাটতে গেলে তাকে সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারে ধরে নিয়ে যায়।

মুফিজুর রহমান (৩৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তিনি জানান, তারা প্রথমে আমাকে গোয়েন্দা ভেবে ধরে চোখ বেঁধে নিয়ে যায় এক পাহাড়ি ঘাঁটিতে। পরে বুঝতে পারে আমি সাধারণ লোক। একপর্যায়ে সুযোগ পেয়ে পালিয়ে আসি।

মুফিজুর আরও জানান বলেন, পাহাড়, জঙ্গল পেরিয়ে কোনোভাবে দেশে ফিরেছি। বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। ওই ২০ দিন ছিল এক দুঃস্বপ্ন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ মাহবুব এলাহি বলেন, এটা খুবই উদ্বেগজনক ঘটনা। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। এমন পরিস্থিতি এড়াতে সীমান্তে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে।

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, আজকে মুফিজুর রহমান দেশে ফিরে এসেছেন—এমন খবর আমরা পেয়েছি। তবে কীভাবে তিনি ফিরেছেন, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে আসেনি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল।

ইউএনও আরও বলেন,পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সীমান্ত এলাকায় যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে সতর্কতা বাড়ানো হচ্ছে।

শেয়ার করুনঃ