ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ফুলবাড়ীতে বেতদিঘী ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ সভা
কুষ্টিয়ায় মাদক-জুয়া আশক্ত সন্তান কর্তৃক পিতা মাতার উপর হামলা : সন্তান গ্রেফতার
মিয়ানমারের আরকান আর্মির বন্দিদশা থেকে পালিয়ে ২০ দিন পর দেশে ফিরলেন মুফিজ
খিলগাঁও নির্মাণাধীন ভবনে আগুন
আমতলীতে পিতার বাড়ীতে বেড়াতে এসে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু
আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখছে কৃষক
নবীনগরে অটোরিকশার ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত
নাইক্ষ্যংছড়িতে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের দায়ে আটক-১
শিক্ষার্থীদের সভা, সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ সরকারের
নড়াইলে কমিউনিটি স্কোর কার্ডের ব্যবহার এবং ইয়ুথ এ্যডভোকেটদের অভিমুখীকরণ
তানোরে আইন শৃঙ্খলা কমিটিসহ কয়েকটি কমিটির সভা
নবীনগরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১
নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক
আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করবো :ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক

নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় দুদকের সদস্যরা এলজিইডি কার্যালয় থেকে বিভিন্ন চলমান প্রকল্পের নথিপত্র তল্লাশি করেন। এরপর সদর উপজেলার দুটি সড়ক উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়, যেগুলো নিয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। পরিদর্শনের সময় রাস্তার প্রশস্ততা ও গভীরতা নির্ধারিত শিডিউল অনুযায়ী না পাওয়ার বিষয়টি নজরে আসে। রাস্তার কাজে নিম্নমানের ইট, খোয়া এবং বালির ব্যবহারও প্রাথমিকভাবে প্রমাণিত হয়। দুদক দল ঘটনাস্থল থেকে রাস্তার নমুনা সংগ্রহ করে এবং প্রকল্প সম্পর্কিত কাগজপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে।
দুদকের উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তের অংশ হিসেবে তারা অভিযানে যান। পরিদর্শনের সময় কিছু অসঙ্গতি ও মানসম্পন্ন কাজ না করার বিষয় সামনে আসে। তিনি আরও বলেন, “আমরা নমুনা এবং কাগজপত্র সংগ্রহ করেছি। এখন সেগুলো বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করে কমিশনে পাঠানো হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান সম্পর্কে জানতে চাইলে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, “দুদকের কর্মকর্তারা আসার পর আমরা প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করেছি। পরিদর্শনে তারা কোনো সুনির্দিষ্ট অনিয়ম পাননি।” তবে দুদক থেকে প্রাথমিক পর্যবেক্ষণে কাজের মান নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, যা ভবিষ্যতে তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে নিশ্চিত করা যাবে।

শেয়ার করুনঃ