
খুলনা বটিয়াঘাটা উপজেলায় ২৯ এপ্রিল দুপুর ১টার সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নিতি দমন কমিশনের খুলনা জেলা কার্যালয়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্থানীয় সরকার বিভাগের চলমান বিভিন্ন প্রকল্প ও সম্প্রতি শেষ হওয়া বিভিন্ন প্রকল্পের আর্থিক বিষয়ে এবং অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন দুদক কর্মকর্তারা।
তারা জানান, গত তিন অর্থ বছরে এলজিইডি কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের আর্থিক অনিয়ম এবং বাস্তবায়তি কাজের মান নিয়ে অভিযোগ পেয়ে তারা অভিযান করেন। কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল প্রদানের অভিযোগ পেয়েছেন।
পরবর্তীতে মাঠ পর্যায়ে এসব অভিযোগের বিষয়ে তদন্ত করবেন।
অভিযোগের সতত্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান দুদক খুলনার সহকারী পরিচালক মো. রকিবুল ইসলাম।