
জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। একারণে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের ফজিলত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মনেজা বেগম বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, ফজিলত পাড়া গ্রামের ইসরাফিল আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী মোনেজা বেগম (৩৫) নিজ ঘরে আত্মহত্যা করেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুর ২ টার দিকে ওই মোনেজা বেগমের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোনেজা বেগম পরে পরিবারের লোকজন ঝুলন্ত মরদেহ মাটি নামান। ফলে এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। কিন্তু স্বামীর পরিবার এটাকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেন। গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিক তদন্তে গলায় ফাঁস দেওয়া হয়েছে এমন প্রমাণ মিলেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা প্রমাণ হবে ময়না তদন্তের পর। এব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।