
নড়াইল প্রতিনিধি:
আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার উদ্যোগে কমিউনিটি স্কোর কার্ডের ব্যবহার এবং স্কোর কার্ডের ফলাফল বিশ্লেষণ করার বিষয়ে প্রকল্পের কর্মীদের এবং ইয়ুথ এ্যডভোকেটদের অভিমুখীকরণ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাইট হেয়ার রাইট নাউ প্রকল্প (আরএইচস্টেপ) নড়াইল এর আয়োজনে নড়াইল শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউজ এ কমিউনিটি স্কোর কার্ডের ব্যবহার এবং স্কোর কার্ডের ফলাফল বিশ্লেষণ করার বিষয়ে প্রকল্পের কর্মীদের এবং ইয়ুথ এ্যডভোকেটদের অভিমুখীকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডা. এলভিনা মোস্তারী, ডেপুটি ডিরেক্টর, প্রোগ্রাম, আরএইচস্টেপ। আরো উপস্থিত ছিলেন তৌফিক উল করিম, ম্যানেজার, (এম এন্ড ই) নিখিল কুমার বিশ্বাস, ক্লিনিক ম্যানেজার, আরএইচস্টেপ সদর হাসপাতাল, নড়াইল। সঞ্চালনায় ছিলেন, নাভিরা আজমি, সহকারী ম্যানেজার, এ্যডভোকেসি ও কমুনিকেশন সহ আরো অনেক।