
নেত্রকোনার মদনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত বোরো ধানে (উফশীজাত) সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমানের সঞ্চালনায় উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনার কৃষিবিদ মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) গোবিন্দশ্রী ইউনিয়নে সুজন বাজারের সামনের হাওরে ধান কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনও অলিদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান, জামায়াতের নায়েবে আমির ইদ্রিস মাষ্টার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল, কৃষক বাবুল, মতি ও মোবারক প্রমূখ। এর আগে জেলা প্রশাসক কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষকের ধান কর্তন করেন।