
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর নূরুল আমিন তালুকদার এর সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম নুরুল আক্তার নিলয় কর্তৃক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় এ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ’র আয়োজনে উক্ত কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত: উক্ত প্রফেসর নুরুল আমিন তালুকদার বর্তমানে দশমিনা উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ।