ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খিলগাঁও নির্মাণাধীন ভবনে আগুন
আমতলীতে পিতার বাড়ীতে বেড়াতে এসে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু
আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখছে কৃষক
নবীনগরে অটোরিকশার ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত
নাইক্ষ্যংছড়িতে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের দায়ে আটক-১
শিক্ষার্থীদের সভা, সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ সরকারের
নড়াইলে কমিউনিটি স্কোর কার্ডের ব্যবহার এবং ইয়ুথ এ্যডভোকেটদের অভিমুখীকরণ
তানোরে আইন শৃঙ্খলা কমিটিসহ কয়েকটি কমিটির সভা
নবীনগরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১
নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক
আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করবো :ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পঞ্চগড়ের বোদায় অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
খুলনার বটিয়াঘাটায় এলজিইডিতে দুদকের অভিযান
দীপ্ত টিভির সংবাদ বিভাগ সরকার বন্ধ করতে বলেনি : তথ্য উপদেষ্টা

লাগামহীন ব্যাটারী রিকশা নিয়ন্ত্রণ করতে চাই: শেখ জাবেদ

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

৩০ থেকে ৩৫ লক্ষ জনসংখ্যার বসবাস চট্টগ্রাম মহানগরীতে উক্ত নগরীর মোট রাস্তার আয়তন প্রায় ১৭০ বর্গ কিলোমিটার উক্ত শহরে প্রধান সড়কের চেয়ে উপ-সড়ক ও গল্লি-সড়ক অনেক বেশি এই সুযোগ কাজে লাগিয়ে যেখানে সেখানে অপরিকল্পিত ভাবে তৈরি করা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা এবং স্বল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বৈধ অবৈধ তোয়াক্কা না করে ঝুকে পড়েছে ব্যাটারি রিকশার দিকে। এই গাড়ি চালাচ্ছে অদক্ষ অনভিজ্ঞ চালক যার ফলে দিন দিন রাস্তার দুর্ঘটনা ও যানজট বৃদ্ধি পাচ্ছে এই লাগামহীন গাড়ির লাগাম টেনে ধরতে চাই মহানগর সভাপতি শেখ জবেদ।এই গাড়ি গুলো নিয়ন্ত্রণ করার লক্ষ্যে তিনি চট্টগ্রাম মহানগরে প্রত্যেকটি থানায় থানায় সংগঠিত করেছে মালিক-চালক ঐক্য পরিষদ কর্ম পরিকল্পনা হিসেবে ১ম ধাপে শুরু করেছে চালাকদেরকে প্রশিক্ষিত করার কার্যক্রম।

শেখ জাবেদ বলেন, চালকগণ প্রশিক্ষিত না হলে দুর্ঘটনা রোধ করা কোন ভাবে সম্ভব হবে না, প্রশিক্ষিত চালকগণকে দেয়া হচ্ছে পরিচয়পত্র বা আইডি কার্ড যে পরিচয় পত্রের কারণে রোধ হবে গাড়ি হারানো বা গাড়ি দিয়ে চুরি ডাকাতির ঘটনা এবং সকল চালকগণের পরিধানে থাকবে নির্দিষ্ট পোষাক, রোধ করা যাবে রাস্তার যানজট ও দুর্ঘটনা।

তিনি সাধারণ ব্যবসায়ী ও মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন হোন রাস্তার ক্যাপাসিটির বাইরে একজন মালিক একাধিক গাড়ি ক্রয় করবেন না। চালকের পরিচয়পত্র ও ভোটার আইডি কার্ড ছবি যাচাই করা ছাড়া চালককে গাড়ি দেবেন না। ১৮ বছরের কম বয়সি চালক দ্বারা গাড়ি চালানো যাবে না। চালকের পাশে ছোট শিশু ও মহিলা নিয়ে গাড়ি চালানো যাবে না। চালক হাতে সিগারেট ও সিটে পা তুলে গাড়ি চালানো যাবে না। এই নির্দেশ অমান্য কারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ সম্পাদক এস এম ফয়েজ বলেন, অবহেলিত জনগোষ্ঠীর পাশে কেউ না কেউ দাড়িয়ে দায়িত্ব নিতে হবে তাহলে চট্টগ্রাম শহরের রাস্তাঘাট হবে যানজটমুক্ত পরিবেশ হবে সুন্দর। এই মহতি কাজে মানবাধিকার সংস্থা ও স্থানিয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং নির্দিষ্ট এরিয়ার গলি ও উপ-সড়ক হতে হয়রানি মূলক গাড়ি জব্দ করা যাবে না।

সালামত আলী পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অন্যায়কারির পক্ষে আমরা নয় তবে জব্দকৃত গাড়ির জরিমানা ৩২৫০/= টাকা হইতে ৭৫০/= টাকা করতে হবে। জব্দকৃত গাড়ি ২১ দিনের পরিবর্তে ২৪ ঘন্টার মধ্যে মালিকের হাতে গাড়ি বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হল। অন্য তাই কর্মসূচি দিতে বাধ্য হবো। আর আইন অমান্যকারী চালকের বিরুদ্ধে যেন যতাযত বিহীত ব্যাবস্থা নেওয়া হয় তাহলে চালকগণ অন্যায় থেকে দূরে সরে আসবে।

উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ এম এ সাইদ, বলেন যন্ত্র তন্ত্র যেখানে সেখানে গাড়ি তৈরী কারখানা রাখা যাবে না অবৈধ কারখানা বন্ধ করতে হবে।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনিসুর রহমান এবং নেতৃবৃন্দের মধ্যে এস এম সুমন, আবুল কালাম খান, মাজেদুল হক, দাউদ হায়দার লাবলু, জসিম উদ্দিন, মোঃ ওসমান, সহ পাঁচলাইশ থানা, বায়েজিদ থানা পূর্বজোন, চাঁদগাও থানা, চকবাজার থানা, বাকলিয়া থানা, বায়েজিদ থানা পশ্চিম জোন, খুলশী থানা, আকবরশাহ থানা, হালিশর থানা, বন্দর থানার, নেতৃবৃন্দগণ সবাই একযোগে উক্ত গাড়ির শৃঙ্খলা ও অনুমোদনের জন্য মেয়রের হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

শেয়ার করুনঃ