ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তানোরে আইন শৃঙ্খলা কমিটিসহ কয়েকটি কমিটির সভা
নবীনগরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১
নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক
আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করবো :ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পঞ্চগড়ের বোদায় অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
খুলনার বটিয়াঘাটায় এলজিইডিতে দুদকের অভিযান
দীপ্ত টিভির সংবাদ বিভাগ সরকার বন্ধ করতে বলেনি : তথ্য উপদেষ্টা
বকশীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পটুয়াখালীতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা
কলাপাড়ায় ৯শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে
কলাপাড়ায় পতিত জমি-বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান বিষয়ক প্রশিক্ষণ
নওগাঁয় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের ছাত্রীকে গণধর্ষণ:-২ জনের যাবজ্জীবন
স্বামী-স্ত্রী দুজন পুলিশ সদস্য হলে একই জেলায় পদায়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা

জয়পুরহাট-১ ও ২ আসনে জামায়াতের আসন কমিটির বৈঠক অনুষ্ঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট -১ ও ২ আসনে দলীয় আসন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক গতকাল সোমবার বিকেলে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জয়পুরহাট- ১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল এর সভাপতিত্বে উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল শাখার অন্যমত টিম সদস্য অধ্যক্ষ আব্দুর রহিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আমাদের দায়িত্ব অনেক বেড়েছে। সংগঠনকে আরো সুসংগঠিত করে জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জনগণের হৃদয়ে আমাদের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাদের আস্থা অর্জন করতে হবে। জনগণের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। তবেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে ইনশাআল্লাহ।তিনি আরও বলেন,জয়পুরহাটের এই উর্বর ময়দানে আমাদের দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রমের কোনো বিকল্প নেই।তিনি দলীয় নেতা কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনিত জয়পুরহাট-১ আসনের এম,পি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ এবং জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট ২ আসনের এম,পি প্রার্থী এস,এম রাশেদুল আলম সবুজ।
বৈঠকে আগামী নির্বাচনে নির্বাচনী মাঠে সাংগঠনিক প্রস্তুতি এবং দলীয় প্রচারণার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে জয়পুরহাট-১ ও ২ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংগঠনিক অগ্রগতি, সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের শেষ পর্যায়ে আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুনঃ