
রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রমজানকে (৫২) গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার (২৯ এপ্রিল) র্যাব-২ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী কেরানীগঞ্জ থানার সিরাজনগর এলাকা থেকে রমজানকে গ্রেফতার করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন ভুক্তভোগীর পরিবার। আসামি রমজানের সঙ্গে মামলার বাদী ও তার পরিবারের পরিচয়ের সূত্র ধরে রমজানের বাদীর বাসায় যাওয়া-আসা করতো। এরই পরিপ্রেক্ষিতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রমজান বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
এএসপি আসিফ তপু জানান আরও জানান, বিষয়টি জানাজানি হলে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে গত ১১ এপ্রিল মোহাম্মদপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।
র্যাব-২ মামলার আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে ২৮ এপ্রিল সন্ধ্যায় কেরানীগঞ্জ থানার সিরাজনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার রমজানকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে