রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৯এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল সোমবার (২৮এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, গতকাল সোমবার (২৮এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ১৪জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- জানু (২৫), রবিউল (২০), ঝোটন (১৯), রবিন (১৯), সুমন (২১), মোস্তাকিম (১৯), কামরুল (২৪), রিয়াজ (২০), মোজাম্মেল (৩০), শহীদুল(২৮), রমজান আলী (৫২), মনির (২২), আরমান (১৯) ও মাজহারুল (২১)।
এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইনে ৩ জন, ডাকাতির মামলায় ১ জন, মাদক মামলায় ১ জন, গণ ধর্ষণে অভিযুক্ত ৪ জন, দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপি মামলায় ২ জন ও অন্যন্য ২ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে