ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পটুয়াখালীতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা
কলাপাড়ায় ৯শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে
কলাপাড়ায় পতিত জমি-বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান বিষয়ক প্রশিক্ষণ
নওগাঁয় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের ছাত্রীকে গণধর্ষণ:-২ জনের যাবজ্জীবন
স্বামী-স্ত্রী দুজন পুলিশ সদস্য হলে একই জেলায় পদায়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
নড়াইলে হত্যা মামলার আসামি রহস্যজনক ভাবে খুন
ঢাকার মূলসড়কে কোনো ব্যাটারীচালিত রিক্সা চলতে পারবে না:ডিএনসিসি প্রশাসক
বকশীগঞ্জে দশানী নদীতে বাঁধ নির্মাণ নিয়ে পুলিশের মতবিনিময় সভা
মদনে ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
হাতিয়ায় আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেফতার বিষয়ে প্রতিবেদন ১২ মে
অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ
রাখাইনে ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে কোনো আলোচনা এখনও হয়নি: প্রেস সচিব
জিম্বাবুয়ের বিপক্ষে লিড নিল বাংলাদেশ

চারদিন ব্যাপী পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চারদিন ব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার(২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে তিনি পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন।

বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদান উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের গৌরবময় ইতিহাসে পুলিশের এই অবদান মহাগৌরবের অধ্যায়। এসময় মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধার কথা বলেন তিনি।

তিনি বলেন, সর্বস্তরের মানুষের অধিকার মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোন বৈষম্য থাকবে না যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার শাসনামলের ১৫ বছরের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জানারসের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এজন্য মাসুল দিয়ে দিতে হয়েছে। গত বছরের আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন এ দেশের আইন-শৃঙ্খলের অবস্থা ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার প্রস্তুতি উন্নয়নের জন্য যত রকম ব্যবস্থা নেয়া দরকার সব রকমের ব্যবস্থা নেয়। সড়ক মহাসড়কের জন্য দুর্ভোগ নিরশন, বিশেষ অভিযান জোরদার, পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে প্রয়োজনীয় প্রণদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশের অক্লান্ত পরিশ্রমে বিশ্ব এস্তেমা দূর্গাপূজা ঈদুল ফিতর বাংলা নববর্ষের সহ বিভিন্ন উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশে যতগুলো ঘটনা ঘটছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা অনেকটা নিয়ন্ত্রণের সম্ভব হয়েছে। এজন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা জানি পুলিশ বাহিনীর সামনে অনেক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিকস, পর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বিগত ১৬ বছরের পুলিশ, ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সে দূরত্ব কমিয়ে আনা। পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্তা ফিরিয়ে আনা। আমি বলব এটি কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এ বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজে একটি সুশৃংখল সমাজ সেটি প্রমাণিত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

চার দিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী দিনেই এবার পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ