রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় ইয়াবাসহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন (২৩) কে গ্রেফতার করেছে হোমনা পুলিশ। সে বুড়িচং উপজেলার মোঃ লিটন মিয়ার ছেলে।
সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হোমনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় বিল্লালের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্যমতে বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার বিল্লাল হোসেন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে।আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।