
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি টহল দল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মুস্তাকিম, সুমন, ঝটন এবং রবিন।
এ সময় তাদের কাছ থেকে ১টি সামুরাই, ১টি দেশীয় বড় ছুরি, নগদ ৩ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা জানান, সোমবার ( ২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে একটি গোয়েন্দা তথ্য নিশ্চিত করে যে, চারজনের একটি চক্র এক কিশোরীকে ধর্ষণ করে এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ভয়-ভীতি প্রদর্শন করে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। চক্রটি ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
পরবর্তীতে সোহরাওয়ার্দী সেনা ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই অপরাধীকে দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়ার সময় হাতেনাতে আটক করে। পরবর্তী অভিযানে বাকি দুইজনকেও আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মুস্তাকিম, সুমন, ঝটন এবং রবিন তাদের দোষ স্বীকার করে।
ভুক্তভোগী পরিবারকে মোহাম্মদপুর থানায় আইনি সহায়তার জন্য প্রেরন করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তি জবানবন্দিসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে