আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে সোমবার দুপুর ১১ টায় আমতলীর একে স্কুল সলগ্ন কওমি মাদ্রাসা ভবনে যাবতীয় শিরক ও বেদায়াত তথা শরিয়াহ বিরোধী কার্যকলাপ থেকে মুসলিম উম্মাহকে মুক্ত করার লক্ষে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি পূনঃ গঠন করার নিমিত্তে ওলামায়ে কিরামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে উপজেলার সর্বস্তরের ওলামায়ে কিরামের সমন্বয়ে আমতলী উপজেলা ঈমান আকিদা সংরক্ষন কমিটি গঠন করা হয়েছে। আমতলী উপজেলা ঈমান আকিদা সংরক্ষন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুফতি ওমর ফারুখ জিহাদীর সভাপতিত্বে সদস্য সচিব মুফতি সাইদুর রহমান ফারুকীর সঞ্চনালয়ে কমিটি গঠন সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন,পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ (দাঃবাঃ) বরগুনা সদর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা গোলাম মাওলা কাসেমী. আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাইখুল হাদিস আব্দুল মুমিন খান। সম্মেলন শেষে সম্মেলনে উপস্থিত সকল ওলামায়ে কেরামের সম্মতিক্রমে
মুফতি ওমর ফারুক জিহাদী কে সভাপতি শায়খুল হাদিস আব্দুল মুমিন খানকে সহ-সভাপতি মুফতি সাইদুর রহমান ফারুকী কে সাধারণ সম্পাদক ও গাজী মোহাম্মদ বাইজিদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা ঈমান আকিদা সংরক্ষন কমিটি গঠন করা হয়।