নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায়
একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এবং উপজেলা পরিষদ সভা কক্ষে আইনগত সহায়তা দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এর পর দুপুর ১২টায় আইন-শৃঙ্খলা কমিটি ও সারে ১২ টার দিকে উপজেলা সন্ত্রাস-নাশকতা দমন কমিটি এবং দুপুর পোনে ১ টার দিকে উপজেলা পরিষদ মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সাধারণ মানুষকে তাদের আইনগত অধিকার সম্পর্কে
সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইনগত সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,
ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা, মোঃ আফজাল হোসেন, মোঃ নাজিম উদ্দীন, মোঃ সম্রাট হোসেন, মোঃ মামুনুর রশিদ,
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহমেদ, সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম প্রমুখ।