পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কামদিয়া ডিগ্রী কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক আজিজুল হক ঠান্ডা এবং তার সহধর্মিণী পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হবেন। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে তাদের নিজ উদ্যোগে এক পারিবারিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক আজিজুল হক ঠান্ডা বলেন, "পবিত্র হজ্ব পালনের মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের হজ্ব মকবুল করেন এবং সুস্থ ও নিরাপদে দেশে ফিরিয়ে আনেন।"
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,পবিত্র হজ্ব ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ এবং আত্মশুদ্ধির জন্য হজ্বের গুরুত্ব অপরিসীম। যারা এ মহান ইবাদতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তারা আল্লাহ তাআলার বিশেষ মেহমান এবং আমাদের গর্ব। তাদের মাধ্যমে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন সকল হাজীদের হজ্ব কবুল করেন। হজ্বের মাধ্যমে ব্যক্তি জীবনের গুনাহ মাফ হয় এবং নতুন জীবনের সূচনা ঘটে।
তিনি আরও বলেন,অধ্যাপক আজিজুল হক ঠান্ডা ও তার সহধর্মিণী আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র ভূমির উদ্দেশ্যে যাত্রা করবেন। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন হজ্বের সমস্ত আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সুস্থ ও নিরাপদে দেশে ফিরিয়ে আসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর শফিকুল ইসলাম মাষ্টার,জয়পুরহাট শহর জামায়াতের নায়েবে আমীর মাওঃ সাইদুর রহমান,জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ শাহ আলম দেওয়ান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সালাম সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শেষে হাজী দম্পতির সুস্বাস্থ্য, নিরাপদ যাত্রা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ দোয়া মাহফিলে পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।