মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি। " দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। ২৮ এপ্রিল সোমবার সকাল ৯ টায় এ দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, পটুয়াখালী'র আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উক্ত র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে যথা স্থানে গিয়ে শেষ হয়। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসভায় সভাপতিত্ব করেন মোঃ কামরুল হাসান পটুয়াখালী লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ। এসময় পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ নওরীন করিম ও পটুয়াখালীর বিজ্ঞ সহকারী জজ সোহেল রানা'র যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালীর স্পেশাল জজ আদালত এর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ ইউসুফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার( পটুয়াখালী সদর সার্কেল) মোঃ সাজেদুল ইসলাম সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন, পিপি এ্যাড.মোঃ মজিবুর রহমান টোটন, জিপি আব্দুল্লাহ ইউসুফ পাশা, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড, মোঃ মিজানুর রহমান পিকু ও নির্বাচিত এ বছরের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী এ্যাড, এস এম তৌফিক হোসেন মুন্না। এ সময় এ র্যালী ও আলোচনা সভায় পটুয়াখালী জেলা কারাগার এর জেল সুপার মোঃ মাহবুবুল আলম ও জেলা তথ্য অফিস, পটুয়াখালীর উপ পরিচালক অনিমেষ কান্তি হাওলাদার সহ বিজ্ঞ সহকারী বিচারকবৃন্দ, প্যানেল আইনজীবীবৃন্দ, অন্যান্য আইনজীবীবৃন্দ ও জেলা ও দায়রা জজ আদালত এর কর্মকর্তা - কর্মচারী গন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালত এর কর্মকর্তা - কর্মচারী গন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।