অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন আইজিপি
পুলিশের বিভিন্ন সদস্যকে বদলী, পদোন্নতিসহ বিভিন্ন অন্যায় আবদারে জর্জরিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তাই এসব অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন তিনি। পাশাপাশি তাকে বিধি-বিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনা করতে দেয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার(২৮ এপ্রিল) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে 'পুলিশ সপ্তাহ-২০২৫' নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ ও অনুরোধ জানান।
আইজিপি বলেন, আমরা (পুলিশ) জনগণের সেবক। আপনাদের (সাংবাদিক) দেশবাসীকে বলতে চাই, আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন।
দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন-ধরেন, অমুককে পদক দেন- এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনা করার জন্য দেশবাসীর কাছে বিনীত প্রার্থনা জানাই। আমি যেন বিধি-বিধান মেনে চলতে পারি। আমার প্রতি অন্যায় আবদার যতটুকু পারা যায় যেন কম হয়।
এর আগে আইজিপি 'পুলিশ সপ্তাহ-২০২৫' নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে