ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে ঈমান আকিদা সংরক্ষন ও বাস্তবায়ন কমিটি গঠন
নারায়ণগঞ্জে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ
ঘোড়াঘাটে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা ২ ডাকাত গ্রেফতার
আত্রাইয়ে আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
পাঁচবিবিতে জামায়াতের নায়েবে আমীর ও সহধর্মিণীর হজ্ব পালনে দোয়া মাহফিল
বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন
মদনে টাকার অভাবে ধীর গতিতে হচ্ছে মাদ্রাসার ভবনের কাজ
বায়ু দূষণ রোধে ঢাকায় বসবে ‘এয়ার পিউরিফায়ার’
পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে র‍্যালী
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য’সহ ৮ জন গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার
সাতক্ষীরায় ৪৪ মামলা ও বহু নির্যাতনের শিকার যুবদল নেতা ‘আইনুল ইসলাম নান্টা’
ভয়ংকর হয়ে উঠে ছিলেন এসপি আব্দুল মান্নান, বরখাস্ত করল সরকার
নাইক্ষ্যংছড়িতে গাজী রাবার ম্যানেজারকে গুলি করে ৫ লক্ষাধিক টাকা লুট,গ্রেফতার -১
নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে নিখোঁজের দুই দিন পর পেইন্টারের মরদেহ উদ্ধার
‌‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে পুলিশ : আইজিপি

ঢাকায় ঝটিকা মিছিলবিরোধী অভিযানে গ্রেফতার ৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলম (৬৯), তুরাগ থানা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বাবু (৪৯), বংশাল থানা ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ারেজ সিকদার (৪৮), তুরাগ থানা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলম (৪০), যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী রানা (৫৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার (৩০) ও তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. রেজাউল করিম (৪৭)।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৭ এপ্রিল দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানা ইংলিশ রোড এলাকায় অভিযান পরিচালনা করে বেলা ৩টা ১৫ মিনিটের দিকে মো. শাহেদ আলমকে গ্রেফতার করে। এছাড়া দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাজধানীর বংশাল এলাকা থেকে মো. ওয়ারেজ সিকদারকে গ্রেফতার করে।

ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর গোপীবাগ এলাকা থেকে সকাল ৭টার দিকে শহীদুল হক চৌধুরী রানাকে এবং ডিবি-উত্তরা বিভাগের একটি টিম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. সিরাজুল ইসলাম বাবুকে গ্রেফতার করে। এছাড়া ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত ১১টা ৪৫ ঘটিকায় রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম তুষারকে গ্রেফতার করে।

এছাড়া ২৭ এপ্রিল দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উত্তরা পূর্ব থানার ১৮ নম্বর সেক্টর থেকে মো. রেজাউল করিমকে গ্রেফতার করে ডিবি সাইবার টিম।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতার সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ