দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই লিগ্যাল এইড আছে পাসে কোনো চিন্তা নাই।এই স্লোগান নিয়ে নড়াইলে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্তরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার। পরে একটি বর্ণাঢ্য র্যালী আদালত চত্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি শারমিন নিগার।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদা খাতুন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান, সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন, লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, লিগ্যাল এইড থেকে বিনামূল্যে আইনী সহায়তা পাওয়া সাইয়েদ আরা খানম সুইট।