‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে মঙ্গলবার শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী পুলিশ সপ্তাহ। তবে গতানুগতিক বছরগুলোর মতো এবারের পুলিশ সপ্তাহে ব্যাপক আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তিনি বলেছেন, ‘এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক না করে কার্যকর করতে চাই।’
সোমবার(২৮ এপ্রিল) বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ সংক্লান্ত এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান এ কথা জানান।
পুলিশপ্রধান বলেন, ‘এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে করছি। যেখানে উৎসব-আনন্দ একদমই থাকছে না। পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক না করে কার্যকর করতে চাচ্ছি। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। এই ভাবনাটি আমরা দেশবাসীর মনে সঞ্চারিত করতে চাই। তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের।’
তিনি বলেন, ’আনন্দ-উৎসব বাদ দিয়ে অনেক বেশি এবার অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, পেশাগত বিষয়াদি আলোচনা, ও বিগত দিনের কর্মকাণ্ড খুঁজে বের করার বিষয়গুলো নিয়ে এই তিনদিন আমরা ব্যস্ত থাকব।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ আসবেন এবং সদরদপ্তরের উর্ধতন কর্মকর্তারা থাকবে। আগামী দিনে কিভাবে আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিত করতে পারি। সামনে যেসব চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো থেকে কিভাবে নিজেদের উত্তোরন করব এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
ডিআই/এসকে