ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নবীনগরে ভুয়া পরিচয়ে ভূমি অফিসে চাকরি
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন
পটুয়াখালীতে শহীদ বাবার কবরের পাশে মেয়ে’র দাফন
নওগাঁয় আমানতের টাকা ফেরত না দেওয়ায় সোনালী ক্ষুদ্র সমবায় সমিতি’র সভাপতি’কে গণধোলাই
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে কাঠুরিয়াকে আর্কান আর্মি ধরে নিয়ে নির্যাতন-ফেরত চেয়ে এলাকায় মানববন্ধন
কুয়াকাটায় উপকূলীয় সাংবাদিকতা ও আমাদের করনীয় বিষয়ক সেমিনার
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হত্যা মামলার হাজতি আসামির মৃত্যু
জামালপুরের শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার এএসআই রুবেল
পল্লবীতে কিশোর গ্যাং লিডার আলামিন গ্রুপের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৬৩তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ভ্যানিটি ব্যাগে টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেলো প্রাইভেটকার
তুরাগ থানার আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার
প্রতিদিন কোন না কোন সীমান্তে মাইন বিস্ফোরণ, ৩ মাসে ১০ জন হতাহত
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তানোরে প্রচন্ড তাপদাহের মধ্যেই বিলকুমারী বিলের বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকরা

সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোরে প্রচন্ড তাপদাহের মধ্যেই বিলকুমারী বিলের বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। ফলন ও দামে খুশি কৃষকরা। প্রতিটি জমির ধান পেকে গেছে। প্রচন্ড রোদের কারনে শরীর থেকে পানি বেরিয়ে পড়ছে। একারনে ভোর থেকে সকাল সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শ্রমিকরা ধান কাটতে পারছেন। ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জমিতে প্রচন্ড রোদের কারনে টিকতে পারছেন না শ্রমিকরা। ৪ টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান কাটার কাজ।

ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন বিলপাড়ের প্রায় সকল কৃষকরা। বিলের জমিতে ধান কেটে মাথায় বা ভারে করে সড়কে এনে রাখছেন শ্রমিকরা। দু’ এক বোঝা ধান বহন করে সড়কের দু’ পাশে জড়ো করছেন এবং গাছের নিচে শরীর শীতল করার চেষ্টা করছেন শ্রমিকরা। প্রচন্ড রোদ ও তাপমাত্রার কারনে সকাল ১১ টা থেকে দুপুর তিন টা পর্যন্ত রাস্তায় তেমন ভাবে যানবাহন দেখা যাচ্ছে না। অথচ ধান কাটা শ্রমিকরা রোদের মধ্যেই কমবেশি সারাদিন জমিতেই পার করছেন। রাতে শীতল আবহাওয়ার কারনে ঘুম পারতে পারছেন শ্রমিকরা। ধান কাটার জন্য ইতিপূর্বেই বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসে পড়েছেন। তারাই ধান কাটার মুল ভরসা।

সরেজমিনে দেখা গেছে, তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির চান্দুড়িয়া বাজারের বা চোকির ঘাটের পশ্চিমে, রাতৈল গ্রামের পূর্ব দিকে, দেওতলা গ্রামের পূর্ব দিকে, গাগরন্দ গ্রামের পুর্ব প্রান্তে, তানোর পৌর এলাকার কালীগঞ্জ বাজারের উত্তর দক্ষিণে, মাসিন্দা গ্রামের পুর্ব দিকে, হাবিবনগর, আকচা, বুরুজ, ভদ্রখন্ড, জিওল, চাদপুর, আমশো, মুথরাপুর, তাতিয়ারপাড়া, গোল্লাপাড়া, হলদার পাড়া, কুঠিপাড়া, তানোর পাড়া, শীতলীপাড়া,গুবিরপাড়া, সিন্দুকাই, ধানতৈড়, চাপড়া, গোকুল, তালন্দ নিচ পাড়া, সুমাসপুর হরিদেবপুর গ্রামে পূর্ব দিকে, লবিয়তলা ব্রীজের পূর্ব ও পশ্চিম দিকে, কলমা ইউপির কুজিশহর, চন্দনকোঠা, আজিজপুর গ্রামের পূর্ব দিকে বিলের জমিতে ধান কাটা চলমান।

কামারগাঁ ইউপির কামারগাঁ গোদামের নিচে, দমদমা, শ্রীখন্ডা, মজুমদার পাড়া, বাতাসপুর, কৃষ্টপুর, পারিশো দূর্গাপুর, মাড়িয়া, মাদারিপুর, ভবানী পুর, জমসেদপুর ও মালশিরা গ্রামের পূর্ব দিকে বিলের জমিতে যারা শ্রমিক পেয়েছেন তারাই ধান কাটা শুরু করেছেন। প্রতিটি জমির ধান পেকে গেছে। অনেকে আবার ধান কেটে জমিতেও রাখছেন। কারন তাপমাত্রা প্রচুর ভালোভাবে শুকিয়ে ঘরে তুলবেন।

ধানতৈড় গ্রামের কৃষক মুনসুর রহমান বলেন, অনেকের ধান কাটা হয়েছে, কিন্তু মাড়াই হয়নি। আমার ছোট ভাই আফসার দুই বিঘা জমির ধান মাড়াই করে ২০ মন করে ৪০ মন ফলন হয়েছে। যাদের নিজস্ব জমি তাদের রোপণ থেকে মাড়াই পর্যন্ত ২০ হাজার টাকা করে খরচ হবে। আর যারা লীজ নিয়ে আবাদ করেছে তাদের ২৫ হাজার টাকা করে বিঘায় খরচ হবে। তিনি আরো জানান আবহাওয়া অনুকূলে থাকার কারনে সময় মত রোপন ও উত্তোলন করতে পারছেন বিল পাড়ের কৃষকরা।

স্থানীয় শ্রমিক মোস্তফা বলেন, আমরা মজুরী হিসেবে ধান কাটছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কাটা যায়। কারন প্রচুর রোদ, জমিতে টিকাই কষ্টকর। তবে আমরা যে সব জমির ধান কেটেছি ওই সব জমিতে নিম্মে ২৫ মন করে ফলন হবে। তিনি আরো জানান, এক বিঘা জমির ধান কাটতে ৪ জন করে শ্রমিক লাগে। যে সব জমির ধান পড়ে আছে সেগুলো তে ৫/৬ জন করে শ্রমিকের প্রয়োজন হয় উপজেলায় বিলের জমিতে বরাবরের মতই আগাম বোরো চাষবাদ হয়ে থাকে। আর উপরের মাঠের জমিতে আলু উত্তোলনের পর বোরো ও আউশ চাষাবাদ হয়। একারনে বিলের জমিতে ধান কাটা চলছে, আর উপরের জমিগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় এবারে বোরো চাষের লক্ষ মত্রা ছিল ১৪ হাজার ২০০ হেক্টর জমি। কিন্তু চাষাবাদ হয়েছে ১৪ হাজার ১৩০ হেক্টর জমিতে। ৭০ হেক্টর জমিতে কম বোরো চাষ হয়েছে। বিলের চান্দুড়িয়া ইউপি থেকে কামারগাঁ ইউপি পর্যন্ত আগাম বোরো চাষ হয়েছে ৩৯৪ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৮৪ দশমিক ৮০০ মে:টন। ১৫ মার্চের আগে যে সব জমিতে ধান রোপন করা হয় সেগুলো বোরো আবাদ হিসেবে ধরা হয়। আর ১৫ মার্চের পরে যে সব জমি রোপন হয় সেগুলো কে আউশ চাষাবাদ হিসেবে ধরা হয়। এবারে ৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে।উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, বোরো রোপনের শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। বিলের বোরো ধানে রোগবালাই তেমন ছিল না। দু এক জায়গায় হলেও মাঠ কর্মীদের সঠিক পরামর্শে সেটা দূর করা হয়েছে। আশা করছি বরাবরের মতই এবারো বিলের জমিতে ভালো ফলন হবে।

শেয়ার করুনঃ