
নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক:রায়পুর প্রেসক্লাবের বিশেষ সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। কমিটি আগামী এক বছর প্রেসক্লাবের উন্নয়নে পরিকল্পনা সাধারণ সদস্যদের অবহিত ও তাদের মতামত গ্রহনের জন্য এবারই প্রথম বিশেষ সাধারণ সভার আয়োজন করে। শনিবার প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি এম আর সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল, নুরুল আমিন ভুঁইয়া, ক্লাবের সহ-সভাপতি সোহেল আলম, সাংবাদিক ওহিদুর রহমান মুরাদ, মাহমুদ সানি, জাকির হোসেন, মিজানুর রহমান, জহির হোসেন প্রমুখ। সভায় প্রেসক্লাবের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, প্রেসক্লাবের সাংবাদিকদের হয়রানিতে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অভ্যন্তরী সরকারের আমলে কোন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ দ্রুত সমাধান করতে হবে। এছাড়াও সংবাদ সংগ্রহের গিয়ে সাংবাদিকরা কোন রাজনৈতিক দলের কাছে হয়রানি ও হুমকির বিষয়গুলি খুব দ্রুত বিচার শেষ করে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার করার আহ্বান জানান।