
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ৬নং জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামে জমিজমা বিরোধ কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শনিবার (২৬ এপ্রিল) রাতেই পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলার ৬ নং জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান(৩৮), নিশিবাপুর গ্রামের মৃত ওয়ায়েজ উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহেদ কমল (৫০), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার জিয়াত গ্রামের মোজাম্মেলের ছেলের শাকিল (২৫) একই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও মৃত মোখলেছার রহমানের ছেলে শাহিন আলম (৩২)।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশির সঙ্গে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দু’পক্ষের ঝগড়াঝাটি হয়। এসময় মেহিদী হাসান খেলনা পিস্তল বের করে হুমকি দেয়। পরে বিরামপুর থানা পুলিশ রাতেই পাঁচ জনকে আটক করে।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদেরকে আটক করে। তবে পিস্তলটি খেলনা পিস্তল ছিল।
রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে আটককৃদের দিনাজপুর আদালতে সোপর্দ হয়েছে।