
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিাসারের বিরুদ্ধে ভেকু মেশিন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তিনি অভিযানের নামে বিভিন্ন স্থানে গিয়ে এসব ভেকু মেশিন ভাঙচুর করেছেন বলে জানা গেছে। ভেকুমেশিন মালিকরা জানান, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন সাম্প্রতিক সময়ে উপজেলার সিংসাড়া, চৌরবাড়ি, বিপ্রবোয়ালীয়া ও হাটকালুপাড়াসহ বিভিন্ন স্থানে গিয়ে ভেকুমেশিন ভাঙচুর করেছেন।
কৃষকের পুরাতন পুকুর সংস্কারের জন্য তারা এ মেশিন ব্যবহার করায় শর্ত ভঙ্গ করে অবৈধ পুকুর খননের অভিযোগ এনে ইউএনও এসব ভেকুমেশিন ভাঙচুর করেন। বজ্রপুর গ্রামের ফজলুর রহমান, ঘোষপাড়া গ্রামের বাবু, বিপ্রবোয়ালিয়া গ্রামের আব্দুল মান্নান বলেন, আমরা উপজেলার সিংসাড়া, চৌরবাড়ি ও বিপ্রবোয়ালিয়াসহ বিভিন্ন গ্রামের কৃষকদের পুরাতন পুকুর ভেকুমেশিন ভাড়া নিয়ে সংস্কার করছিলাম।
আমরা দীর্ঘদিন থেকে এ ব্যবসার মধ্যদিয়ে পরিবার পরিজনের ভরণ-পোষণ করে আসছি। সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাহী অফিসার অভিযানের নামে আমাদের ভেকু মেশিন ভাঙচুর করে তিনি আমাদের রুটি রুজির উপর আঘাত হেনেছেন। তারা আর-ও বলেন, আমাদের ভেকু ভাঙচুরে প্রতিটি ভেকু মেশিনের ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতি সাধিত হয়েছে।
আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম বলেন, পুকুর সংস্কারে ভেকু মেশিনের ব্যবহার যদি অবৈধ হয় তাহলে ইউএনও সাহেব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। ভেকুমেশিন ভাঙচুর করে গরিব মানুষের পেটে লাথি মারা তার জন্য ঠিক হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, তারা শর্ত ভঙ্গ করেছে, ডিসি স্যারের অনুমতি না নিয়ে পুকুর খনন করছিল। আমরা সংস্কারের অনুমতি দিয়ে থাকি। কিন্তু বাণিজ্যিকভাবে তারা মাটি বিক্রি করতে পারে না। যেহেতু তারা শর্ত ভঙ্গ করেছে এ জন্য আমি কয়েকটি ভেকুমেশিন ভেঙে দিয়েছি।