ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পল্লবীতে কিশোর গ্যাং লিডার আলামিন গ্রুপের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৬৩তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ভ্যানিটি ব্যাগে টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেলো প্রাইভেটকার
তুরাগ থানার আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার
প্রতিদিন কোন না কোন সীমান্তে মাইন বিস্ফোরণ, ৩ মাসে ১০ জন হতাহত
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আমতলীতে বাড়ী নির্মান করার কাজ বন্ধ না করলে মেরে ফেলার হুমকি
সাভারে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
তানোরে প্রচন্ড তাপদাহের মধ্যেই বিলকুমারী বিলের বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকরা
রায়পুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
লোহাগড়ায় সিএনজি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিনএজি চালক নিহত
কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা
রাজাপুরে নিষিদ্ধের পরও আইন অমান্য করে ফের ইট পোড়াচ্ছে ‘সেভেন স্টার ব্রিকস’
মদনে নবাগত নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ঝটিকা মিছিল বিরোধী অভিযান:নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-কাফরুল থানার কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, তুরাগ থানার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম মাওলা, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, যশোর জেলার ঝিকরগাছা পৌর যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর এবং প্যানেল মেয়র মো. আমিরুল ইসলাম (রাজা), যশোর জেলার ঝিকরগাছা পৌর যুবলীগের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের সহযোগী জাফিরুল হক ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আস্থাভাজন মো.আজিম (বাচা)।

রবিবার (২৭এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২ টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে শেখ হাবিবুর রহমানকে গ্রেফতার করে ডিবির একটি টিম। অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করে রাত ৮টা ২০ মিনিটের দিকে মো. ফরহাদ হাসানকে গ্রেফতার করে।

তিনি বলেন,ডিবি-মিরপুর বিভাগের একটি টিম রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে গোলাম মাওলা, সৈয়দ ইমরানুর রশীদ, মো. আমিরুল ইসলাম (রাজা) ও জাফিরুল হককে গ্রেফতার করে।

অন্যদিকে,ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আজিমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ