
নালিতাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। ২৭ এপ্রিল রবিবার সকাল থেকে নালিতাবাড়ী উপজেলার চার আলী বাজারে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের শাহীন এন্টারপ্রাইজ ডিলারের ৬৩১ জন দুঃস্থদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করেন। ২৭ এপ্রিল সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের চারালী বাজারে মেসার্স শাহিন এন্টারপ্রাইজ ডিলার শাহীন আলম জানান,সরকারি নিয়মনীতি অনুযায়ী অসহায় দরিদ্রদের মাঝে প্রতি কার্ডধারীকে ৩০ কেজি হারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, নয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ বারেক, নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান,ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শাহজাহান কামাল, যুবনেতা রাশেদ খান মেনন, ওয়ার্ড মেম্বার রথিন্দ্র রায়,উমর আলী নুরজাহান বেগম সহ আরো অনেকেই
উপজেলা কৃষি অফিসার ব্লগ সেক্টর সোহেল রানা বলেন, অনিয়ম দুর্নীতি ঠেকাতে ডিলার প্রতি একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, দরিদ্র ও হতদরিদ্র পরিবারেরা যেন অল্প অর্থে খাদ্য কিনতে পারেন সে জন্য সরকার ভর্তুকি দিয়ে এই চাল ডিলারদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তবে চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেই দিকে নজরদারি করা হচ্ছে।