ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পল্লবীতে কিশোর গ্যাং লিডার আলামিন গ্রুপের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৬৩তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ভ্যানিটি ব্যাগে টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেলো প্রাইভেটকার
তুরাগ থানার আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার
প্রতিদিন কোন না কোন সীমান্তে মাইন বিস্ফোরণ, ৩ মাসে ১০ জন হতাহত
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আমতলীতে বাড়ী নির্মান করার কাজ বন্ধ না করলে মেরে ফেলার হুমকি
সাভারে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
তানোরে প্রচন্ড তাপদাহের মধ্যেই বিলকুমারী বিলের বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকরা
রায়পুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
লোহাগড়ায় সিএনজি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিনএজি চালক নিহত
কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা
রাজাপুরে নিষিদ্ধের পরও আইন অমান্য করে ফের ইট পোড়াচ্ছে ‘সেভেন স্টার ব্রিকস’
মদনে নবাগত নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে ওমান প্রবাসীর বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার

মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপ আতঙ্কে দিন কাটছে ওই পরিবারের সদস্যদের। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার দেলোয়ার হোসেন ও আলী হোসেন দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত। প্রবাসের কষ্টার্জিত টাকায় নির্মাণ করেছেন একটি বাড়ি। সেই বাড়িতে বসবাস করার আগেই বাসা বেঁধেছে সাপ। তাদের সেই স্বপ্নের কুটির থেকে একে একে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপ আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যসহ বাড়ির অন্য লোকজনের। শুধু তাই নয়, এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অনেকগুলো সাপের বাচ্চা উদ্ধার করা হলেও এখনো উদ্ধার হয়নি কোনো বড় সাপ।

প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, একটি গোখরা সাপ একসঙ্গে সর্বোচ্চ ২০-২৫টি ডিম দেওয়ার সক্ষমতা থাকে। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটি সাপ নয়, বেশ কয়েকটি বড় সাপ রয়েছে। এছাড়াও প্রতিদিন ওই ঘরের পাশ থেকে দুই-একটি করে সাপের বাচ্চা উদ্ধার করা হচ্ছে।

ওই দুই প্রবাসীর বড় ভাই আলাউদ্দিন বলেন, প্রথমে ভেবেছিলাম কোনো বিষমুক্ত সাধারণ সাপ। কিন্তু পরে দেখছি এগুলো সব বি’ষা’ক্ত গোখরা সাপের বাচ্চা। রাত হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিবারের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকি সবসময়। সাপগুলো মে’রে ফেলা হয়েছে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, উপযুক্ত পরিবেশ পাওয়ায় সাপের বাচ্চাগুলো এখানে জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ, ছোবল দিলেই ঘটতে পারে যেকোনো ধরনের দু’র্ঘ’টনা। তাই সাপুড়ে ও বন কর্মকর্তাদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুনঃ