
দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ১০ গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।
ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক মো. হামিদুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি মন্তজ আলী চৌধুরী, পৌর যুবদলের সদস্য ও সাবেক কমিশনার আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন উর রশীদ, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এমএ কাইয়ুম আনছারী, সাবেক প্যানেল মেয়র নুরজ্জামান জামান, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মমতাজ পারভেজ, মিল ব্যবসায়ী সাত্তার মন্ডল ও শ্রমিক নেতা ফকির আলী।
বক্তারা বলেন, ৯ একর ৪০ শতক কানাহার পুকুরের জলমহাল ও সেই পুকুরের পাড়ে ২ একর ৯০ শতক ফুলবাড়ীর কেন্দ্রীয় কবরস্থান। পানির ঢেউয়ে কবরস্থানের প্রায় ১ একর জায়গা পুকুর গিলে ফেলেছে। সেই জায়গা উদ্ধার ও কবরস্থান রক্ষা ও সংস্কারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়